মানুষের সেবা করতে চিত্তের প্রয়োজন: আ জ ম নাছির উদ্দীন 

চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৮, ২০২২, ০৪:৪০ পিএম মানুষের সেবা করতে চিত্তের প্রয়োজন: আ জ ম নাছির উদ্দীন 

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মানুষের সেবা করতে বিত্তের পাশাপাশি চিত্তের প্রয়োজন। এই সমাজে অনেক বিত্তবান মানুষ আছেন। তবে মানুষের সুখে দুঃখে এগিয়ে আসেন এমন বিত্তবানের বড়ই অভাব। পবিত্র রমজান মাসে মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াসে কাউন্সিলর শৈবাল দাশ সুমন এলাকাবাসীর মাঝে ঈদ ভোগ্যপণ্য বিতরণ করছে। তার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

শুক্রবার (৮ এপ্রিল) সকালে জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনের ব্যক্তিগত উদ্যোগে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এলাকাবাসীর মাঝে ঈদ ভোগ্যপণ্য বিতরন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, কার্যকরী সদস্য বেলাল আহমদ, মো ফারুক চৌধুরী, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম বাবুল, সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, সহ-সভাপতি হাজী সাহাবুদ্দিন, রঞ্জন রশ্মি বড়ুয়া, ১ নং ইউনিটের সভাপতি মৃদুল দাশ, ৩ নং ইউনিটের সভাপতি জাহাঙ্গীর মোস্তফা, ২নং ইউনিটের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ ইমু, ৩ নং ইউনিটের সাধারণ সম্পাদক বাবুল দেব রায়, নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, নগর ছাত্রলীগ নেতা প্রকৌশলী সৈকত দাশ, চুয়েট ছাত্রলীগ নেতা মো. রাকিব উদ্দিন চৌধুরী, অনুপম দে, মহানগর তাঁতীলীগ নেতা যীশু কুমার তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন। 
অনুষ্ঠানে আট শতাধিক মানুষের মাঝে ঈদ ভোগ্যপণ্য বিতরণ করা হয়েছে।

জাগরণ/আরকে