রামগঞ্জে আগুন পুড়ল ৬ দোকান

লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১০, ২০২২, ১২:০৬ পিএম রামগঞ্জে আগুন পুড়ল ৬ দোকান

লক্ষ্মীপুরের রামগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৬ ব্যবসায়িক প্রতিষ্ঠান। 

শনিবার (৯ এপ্রিল) দুপুরে পাট বাজার বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। 

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয় এলাকাবাসী প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে শটসার্কিট নিয়ন্ত্রণে আনে। এতে অন্ততপক্ষে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন। 

তবে ফায়ার সার্ভিস বলেছে, ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। 

স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্থানীয় একটি কামারের দোকানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। 

এসময় ছোটাছুটি করে ব্যবসায়ীরা কিছু মালামাল রক্ষা করেন। অগ্নিকাণ্ডে একটি খাবার হোটেল, ২টি কামারের দোকান ও ১টি জুতার দোকানসহ ৬টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তরা দাবি করেন, তাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

রামগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর কামরুল হাছান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এর আগেই ৬টি দোকান পুড়ে গেছে। 

বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

জাগরণ/আরকে