ডোমার প্রতিনিধি
নীলফামারী জেলার চিলাহাটির ভোগডাবুরী ইউনিনের ৭নং ওয়ার্ডের মকবুলের ডাঙ্গায় ৫ শতক জমির উপর জরাজির্ণ বসত ভিটায় স্ত্রী শেফারী বেগম (৪০) কে নিয়ে জাহেদুল হক টুকু (৫২) বসবাস। তিনি ওই এলাকার মৃত. রমজান আলীর ছেলে।
পরিবারে আয় রোজগাড় করার মত কেউ না থাকা স্ত্রীকে নিয়ে অসহায়ের মতো দিন কাঁটছে তার। দীর্ঘ ৫ বছর থেকে অসহায় দুস্থ্য এই পরিবারকে সরকারি সাহায্যে থেকে বঞ্চিত করে রাখায় স্থানীয় সর্ব মহলের মানুষজন হতবাক হয়ে পড়েছে।
স্ত্রীকে সাথে নিয়ে জাহেদুল হক টুকু কান্না জড়িত কন্ঠে বলেন, গত ৫টি বছর থেকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকারের দেওয়া কোন অনুদান মুই পাও নাই। ভিজিএফ, ভিজিডি, দুস্থ্যমাতা এমন কি ১০ টাকার চালের কার্ডের জন্য কাগজপত্র নিয়ে চেয়ারম্যান ও মেম্বারের কাছে গিয়েও মোর কোপালোত জুটেনী একটা কার্ড।
এলাকাবাসী জানায়- সরকার মুজিব শতবর্ষ উপলক্ষে ঘর দিচ্ছে। এই অসহায় মানুষটার দিকে কেউ দেখছেনা কারণ তার কাছে টাকা নাই। সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেতরের সাথে জীবণ যাপন করে আসছে জাহেদুল হক টুকু ও তার পরিবার। যে জমি উপর টুকুর বসতভিটা রয়েছে তা অর্থের অভাবে মেরামত করতে পারছেনা।
জাগরণ/আরকে