ফরিদপুরে টাকার আত্মসাতের বিচারের দাবিতে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১১, ২০২২, ০৪:১৯ পিএম ফরিদপুরে টাকার আত্মসাতের বিচারের দাবিতে মানববন্ধন

ফরিদপুরে প্রাণ সঞ্চয় সমিতি ও উদয় সঞ্চয় সমিতি এর মালিক এম এ করিম ও সাইফুল ইসলামের বিরুদ্ধে গ্রাহকদের ১০ কোটি টাকার আত্মসাৎ/দুর্নীতির বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১১ এপ্রিল) সকালে জেলার সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী রেলগেট বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানবন্ধনে ভুক্তভোগী মোতালেব শেখ, আক্কাস, সালমা, মইদুল জানান, এনজিও কর্মকর্তাদের নিকট আমাদের প্রায় ২শত  লোকের গচ্ছিত টাকা ফেরত চাইলেই সন্ত্রাসী বাহিনী দিয়ে ও হামলা মামলা দিয়ে নির্যাতন চালায়  

তারা আরও বলেন, করিম ও সাইফুল একজন সন্ত্রাসী , টাকা আত্মসাৎকারী এবং বেশ কিছু মামলার আসামী বলে জানান তারা । 

গত ৭ ই এপ্রিল এনজিও কর্মকর্তাদের কাছে টাকা ফেরত চাইলে টাকা দিতে অপারগতা জানায় করিম ও সাইফুল। এতে গ্রাহকদের সাথে কথা কাটাকাটি হয়। ঐ কথা কাটাকাটির সূত্র ধরে তারা ৫ জনের নামে নুর হোসেন লেলিন বাদী হয়ে কোতয়ালী থানায় মিথ্যে মামলা দিয়ে হয়রানী করছে। মামলার আসামিরা হলেন- সাব্বির শেখ, সাকিব শেখ, আকরাম শেখ, জিহাদ মন্ডল ও রেজাউল শেখ ।

ইতিপূর্বে ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীসহ একাধিক প্রতিষ্ঠানের নিকট তদন্ত সাপেক্ষে আইনানুগ বিচারের দাবি জানিয়েছেন।

জাগরণ/আরকে