নাসিরনগরে ঘুর্ণিঝড়ে ২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ৪০ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১২, ২০২২, ১০:০০ এএম নাসিরনগরে ঘুর্ণিঝড়ে ২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ৪০ 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঘুর্ণিঝড়ে ২ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে অন্তত ৪০ জন নারী-পুরুষসহ শিশু আহত হয়। 

সোমবার (১১ এপ্রিল) রাত ৩টা ২০ মিনিটে উপজেলার দুটি ইউনিয়নের ভোলাকুট ও চাতলপাড় ইউনিয়নের উপর দিয়ে ঘুর্ণিঝড় বয়ে যায়। 

আহত একজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘুর্ণিঝড়ের সময় প্রচন্ড শীলাবৃষ্টির কারণে ফসলরেও ক্ষতি হয়েছে। এতে বিভিন্ন গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। 

এতে এ দুটি ইউনিয়নের ছয়টি গ্রাম কম বেশি ক্ষতিগ্রস্ত হয়। ভোলাকুট, কান্দ, বালিখোলা, দূর্গপূড়, খাগালিয়া, কাহেতুড়া, বাঘি এসব গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। পূর্ব বালিখোলা প্রাথমিক বিদ্যালয় ধ্বসে পরায় বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অভিজিত রায় জানান, ঘূর্ণিঝড়ে অন্তত ৪০ জন আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জাগরণ/আরকে