বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি)’র চৌকস ও সাহসী জোয়ানগণ দূর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী আকুঞ্জুরা নামক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লক্ষ ৫৫ হাজার ৬ শত ৪ টাকা মূল্যের চোরাচালানকৃত বিপুল পরিমান ভারতীয় শাড়ী, লেহেঙ্গা ও মেহেদী জব্দ করেছে।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল এএসএম জাকারিয়া সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যার পর গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দূর্গাপুর উপজেলার দূর্গাপুর সদর ইউনিয়নের বারমারী বিওপি’র জোয়ানরা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল এএসএম জাকারিয়া পিএসসি’র নেতৃত্বে ১২ সদস্যের একটি টহল দল ভোর রাতে আকুঞ্জুরা নামক এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় চোরাচালানকৃত বিপুল পরিমান ভারতীয় মালামাল জব্দ করে।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ৪৭ পিস বেনারশী শাড়ী, ৭৪০ পিস শারদাহ শাড়ী, ১৮৫ পিস ওভারটেক শাড়ী, ১৮০ পিস সিল্ক শাড়ী, ১০৫ পিন অনিকা শাড়ী, ৪১৯ পিস শাংগী রিলা শাড়ী, ২৮ পিস লেহেঙ্গা ও ২৫৯২ পিস কাবেরী মেহেদী।
বিজিবি’র অধিনায়ক জানান-জব্দকৃত শাড়ী, লেহেঙ্গা ও মেহেদীর আনুমানিক মূল্য ৫০ লক্ষ ৫৫ হাজার ৬ শত ৪ টাকা। তিনি আরো জানান- জব্দকৃত এ সকল মালামাল বিকালে নেত্রকোণা কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে।
জাগরণ/আরকে