মো‌রেলগ‌ঞ্জে শিকলমুক্ত হলেন চা বি‌ক্রেতা‌

বাগেরহাট প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২২, ০৪:০৬ পিএম মো‌রেলগ‌ঞ্জে শিকলমুক্ত হলেন চা বি‌ক্রেতা‌

বা‌গেরহা‌টের মো‌রেলগ‌ঞ্জ উপ‌জেলায় সু‌দের টাকা আদা‌য়ের জন‌্য রহুল আমিন শিকা‌রী (৩২) না‌মের এক চা বি‌ক্রেতা‌কে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গে‌ছে।

শুক্রবার (১৫ এ‌প্রিল) বিকা‌লে এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের বিশারীঘাটা গ্রামে। নির্যাত‌নের শিকার রহুল আমিন ওই গ্রা‌মের ইউনুছ শিকা‌রীর ছে‌লে।

এ ঘটনায় মো‌রেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হলে আভিযান চা‌লি‌য়ে সন্ধ‌্যার দি‌কে নির্যাতনকারী (পাওনাদার) দুই স‌হোদর‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

গ্রেপ্তারকৃতরা হ‌লো- মিলন খান (২২) ও মিরাজ খান (২০)। তারা বিশারীঘাটা গ্রা‌মের চাঁন মিয়া খা‌নের ছে‌লে।

নির্যাত‌নের শিকার রহুল আমিন জানায়, ৩ বছর পূর্বে মিলন খানের নিকট থেকে তিনি এক লাখ টাকা নেন বছরে লাভ হিসেবে ১শ’ মন ধান দেওয়ার শর্তে। শর্ত মোতাবেক টাকা দিতে না পারায় শুক্রবার সকা‌লে রুহুল আমিনকে তার দোকান থেকে তুলে নিয়ে শিকল দিয়ে এক‌টি গাছের সাথে বেঁধে রাখেন পাওনাদার মিলন ও তার ভাই মিরাজ। বেলা ৩ টার দিকে ৫০ হাজার টাকা দিয়ে শিকলমুক্ত হন রুহুল আমিন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জা‌নি‌য়ে‌ছেন, শিকলে বেঁধে মারপিট করে সু‌দের টাকা আদায়ের ঘটনায় ভূক্তভোগী চা বি‌ক্রেতা থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামি দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) সকালে তাদেরকে কোর্টে সোপর্দ করা হয়েছে।

জাগরণ/আরকে