পটিয়া সন্ত্রাসী হামলায় তিন যুবলীগ নেতা গুলিবিদ্ধ

চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২০, ২০২২, ০১:৪৩ পিএম পটিয়া সন্ত্রাসী হামলায় তিন যুবলীগ নেতা গুলিবিদ্ধ

চট্টগ্রামের পটিয়া উপজেলায় সন্ত্রাসী হামলায় তিন যুবলীগ নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে উপজেলার জঙ্গল খাইন রাস্তার মাথার আমজুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গুলিবিদ্ধরা হলেন- জমির উদ্দিন (৫৩), সাইফুল ইসলাম সাইফু (৩৭) ও ইকবাল হোসেন (৪০)। 

জানা গেছে, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলমের পক্ষ হতে শনিবার (২৩ এপ্রিল) পটিয়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের এক ইফতার মাহফিলের দাওয়াত দিতে জঙ্গল খাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রফিক আহমদকে তার বাড়িতে দাওয়াত কার্ড দিয়ে ফেরার পথে অস্ত্রধারীরা বদিউল আলমের অনুসারী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডি এম জমির উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম সাইফু ও যুবলীগ নেতা ইকবাল হোসেনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে এ তিনজন গুলিবিদ্ধ হন। 

এ সময় স্থানীয়রা গুলিবিদ্ধ জমির উদ্দিন, সাইফুল ইসলাম সাইফু ও ইকবাল হোসেনকে উদ্ধার করে প্রথমে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

পটিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রক্তিম দাশ বলেন, রাত সাড়ে ১০টার দিকে গুলিবিদ্ধ তিনজনকে কয়েকজন মিলে হাসপাতালে আনেন। তাদের অবস্থা গুরুতর দেখে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। 

যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষ হুইপ সামশুল হক চৌধুরীর ছোট ভাই মুজিবুল হক চৌধুরী নবাবের নেতৃত্বে আমার নেতা-কর্মীদের ব্রাশ ফায়ার করা হয়েছে হত্যার উদ্দেশ্যে। সামশুল বুঝতে পেরেছেন, পটিয়ায় তার পায়ের তলায় মাটি নেই। সে পটিয়াতে রাজনৈতিকভাবে দেউলিয়া হতে যাচ্ছে। তাই শনিবার আমার ইফতার মাহফিল বানচাল ও আমার নেতা কর্মীদের হত্যার পরিকল্পনা করে তার ভাই সন্ত্রাসী নবাবকে দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। 

তবে হুইপ সামশুল হক চৌধুরীর ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মুজিবুল হক চৌধুরী নবাব বলেন, আমি বুধবার সকালে ওমরাহ হজ পালন করতে যাব। এখন পর্যন্ত আমি ওমরাহ করার কাপড়চোপড় কিনতে ব্যস্ত আছি। গত এক সপ্তাহ ধরে আমি পটিয়ায় যাইনি। ঘটনা কারা ঘটিয়েছে একমাত্র আল্লাহ পাক দেখেছেন।

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, জঙ্গল খাইন রাস্তার মাথা আমজুর হাট এলাকায় গোলাগুলির ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আছি। সবার সঙ্গে কথা বলে বিষয়টি সম্পর্কে জানতে চেষ্টা করছি। গুলিবিদ্ধ তিনজনকে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

জাগরণ/আরকে