রামগড়ে দুই অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন 

খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২২, ২০২২, ০৪:১৮ পিএম রামগড়ে দুই অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন 

হাইকোর্টের নির্দেশনা পালন না করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় খাগড়াছড়ির রামগড় উপজেলার জনতা ব্রিকস ও মেঘনা-২ নামক দুই ইটভাটার সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করাসহ চিমনি ও চুল্লি গুড়িয়ে দিয়েছে প্রশাসন। 

শুক্রবার (২২ এপ্রিল) সকালে এ অভিযান পরিচালনা করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত। এসময় পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন বলেন, হাইকোর্টের নির্দেশনা প্রতিপালন না করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় খাগড়াছড়ির রামগড় উপজেলার জনতা ব্রিকস ও মেঘনা-২ নামক দুই ইটভাটার সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। পাশাপাশি এ ইটভাটা দুটির চিমনি ও চুল্লি ভেঙে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

জাগরণ/আরকে