নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিশু রিমন (৭) হত্যাকাণ্ডের সাথে জড়িত চার আসামিকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেপ্তারকৃতরা হলো- ইমন (১৭), মো.আল-আমিন (৩৫), মো. আনোয়ার হোসেন বাবু (২৫) এবং মো. মানিক মিয়া (৪২)।
সোমবার (২৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। এর আগে রোববার নয়ানগর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গত ১৬ এপ্রিল বিকেলে ভিকটিম মো. জুনায়েদ হাসান রিমন বন্ধুদের সঙ্গে খেলাধুলার জন্য বাসা থেকে বের হয়। তারপর থেকে রিমন আর বাসায় ফিরে না আসায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন ১৭ এপ্রিল সকালে নয়ানগর এলাকার একটি ধান খেতে রিমনের লাশ পাওয়া যায়। পরবর্তীতে রিমনের বাবা বাদী হয়ে ওইদিন রাতে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। পিবিআই নারায়ণগঞ্জ ২৩ এপ্রিল মামলাটি গ্রহণ করে ২৪ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ড ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করে।
জাগরণ/আরকে