দুমকিতে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা 

পটুয়াখালী প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২২, ০২:২৭ পিএম দুমকিতে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা 

পটুয়াখালীর দুমকিতে মানসিক ভারসাম্যহীন ৮ম শ্রেণির শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

সোমবার ( ২৫ এপ্রিল) বিকাল ৫ টায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের ১ নং ওয়ার্ডে ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থীর নাম সাকিব (১৬)। সে এবিএন মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়ত। তার বাবা সোলায়মান শরীফ অসুস্থতা জনিত কারণে তেমন কোনো কাজকর্ম করতে পারেন না বলে পড়াশোনার পাশাপাশি সে দিনমজুরের কাজ করত। 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সোমবার কাজ থেকে ফিরে তার শরীর ভালো লাগছে না বলে মাকে জানায় এবং ঈদকে সামনে রেখে বাবাকে একটি প্যান্ট কিনে দিতে বলে। প্যান্ট সন্ধ্যায় কিনে দিবেন বলে তার বাবা তাকে আশ্বস্ত করেন। এরপর সকলের অনুপস্থিতিতে নিজ বসত ঘরের বারান্দায় গিয়ে আড়ার সঙ্গে গলায় গামছা লাগিয়ে ফাঁস দেন। 

পরে তার বাবা- মা ও স্থানীয় লোকজন এসে লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেন। 

খবর পেয়ে দুমকি থানার ওসি মো. আবদুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে পরিবারের কাজ থেকে লিখিত রেখে লাশ দাফনের অনুমতি দেন। 

দুমকি থানার ওসি আবদুস সালাম বলেন, আত্মহত্যার প্রকৃত কোনো কারণ জানা যায়নি। তবে স্থানীয় লোকজন ও পরিবারের অনুরোধে লিখিত রেখে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছ।

জাগরণ/আরকে