তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি//
সুনামগঞ্জের তাহিরপুরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত ফরিদ মিয়া (২৬) উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।
আজ সোমবার(০২ মে) বিকেলে রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
একই গ্রামের বাসিন্দা নিহতের বড় ভাই রফিকুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে গ্রামের রজব আলী ও রাশিদ মিয়ার পক্ষের লোকজন ফরিদ মিয়ার আত্মীয়-স্বজনের ওপর একাধিকবার হামলা করেছে। বিষয়টি তারা প্রশাসনকে একাধিকবার জানিয়েছেন। সোমবার দুপুরেও ফরিদ মিয়ার চাচা কাশেম মিয়ার ওপর রজব আলী, রাশিদ মিয়া, গোলাম হোসেন, আব্দুল মনাফ লোকজন নিয়ে হামলা করেন। খবর পেয়ে কাশেমের আত্মীয় স্বজন ছুটে আসেন। এ সময় সংঘর্ষ হলে ফরিদ মিয়া গলায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফরিদ মিয়া নিহতের ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
এসকেএইচ//