গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার নন্দন পট্টি পঞ্চগ্রাম ঈদগাহ এলাকা থেকে গত বুধবার রাতে ১৬০ বোতল ফেনসিডিল সহ মাদক বিক্রেতা পিতা পুত্র সুমন মোল্লা (৩০) ইদ্রিস মোল্লা (৫৫)কে গ্রেপ্তার করেছে গৌরনদী মডের থানা পুলিশ।
তারা গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা ।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ পরিদর্শক শাহজাহান ও সহকারী উপ-পরিদর্শক হুমায়োন সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাতে উপজেলার নন্দন পট্টি পঞ্চগ্রাম ঈদগাহ এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা সুমন মোল্লা ও তার পিতা ইদ্রিস মোল্লা পেয়ারার ঝুড়ি নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ ধাওয়া করে পেয়ারার ঝুড়ির মধ্যে লুকিয়ে রাখা ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং সুমন মোল্লা ও তর পিতা ইদ্রিস মোল্লাকে ১৬০ বোতল ফেনসিডিল সহ আটক করে। এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক শাহজাহান বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে আটককৃত পিতা-পুত্রকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।