পঞ্চগড়ে নৌকাডুবি

মৃতের সংখ্যা বেড়ে ৬৮, নিখোঁজ ১০

পঞ্চগড় প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২, ০১:৫৪ এএম মৃতের সংখ্যা বেড়ে ৬৮, নিখোঁজ ১০
সংগৃহীত ছবি

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ ১০।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এ তথ্য জানান পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) দীপঙ্কর রায়।

দীপঙ্কর রায় বলেন, করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে গত রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের কাছে শতাধিক যাত্রী নিয়ে করতোয়ায় ডুবে যায় নৌকাটি। শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে নদীর এপার থেকে সনাতন ধর্মের লোকজন দেবীগঞ্জ উপজেলার বোদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন।

মাঝনদীতে গিয়ে নৌকা ডুবু ডুবু অবস্থা দেখে মাঝি আবার ফিরে আসার চেষ্টা করেন। এর মধ্যেই উল্টে যায় নৌকাটি। এতে কেউ কেউ সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকে ডুবে যায়।

জাগরণ/স্বদেশ/কেএপি