শোক

না ফেরার দেশে পাড়ি জমালেন নারদ হালদার

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩, ০১:৪৭ এএম না ফেরার দেশে পাড়ি জমালেন নারদ হালদার

সোশ্যাল অ্যাকটিভিস্ট ও সাংস্কৃতিক কর্মী নারদ হালদার(৩৬) মারা গেছেন। 

বুধবার (৪ জানুয়ারি, ২০২৩) দিবাগত রাত আনুমানিক ১১:৪০ টায় রাজবাড়ী জেলার কালুখালী থানার রতনদিয়া গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নারদ হালদার দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। দুরারোগ্য ব্যাধিতে তার দুটি ফুসফুসের প্রায় সবটুকুই অকেজো হয়ে গিয়েছিল।  

উল্লেখ্য, নারদ হালদার ২০১৫ সালে প্রথমে যক্ষা রোগে আক্রান্ত হন। পরে পোস্ট টিউবারকিউলোসিস বি/এল লাং ব্রঙ্কাইটাসিসে আক্রান্ত হয়ে তার দুটি ফুসফুসের প্রায় পুরোটাই অকেজো হয়ে যায়। অর্থাভাব থাকায় তার অসংখ্য শুভানুধ্যায়ীর সহযোগিতায় দীর্ঘ প্রায় ৭ বছর ধরে চিকিৎসা খরচ চলে আসছিল। খোদ সরকারের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও তার চিকিৎসায় পাশে দাঁড়ায়। দেশের বিভিন্ন হাসপাতালে কখনো ভর্তি থেকে আবার কখনো বাড়িতে ডাক্তারের পরামর্শ নিয়ে তার চিকিৎসা অব্যাহত ছিল। বেঁচে থাকার অদম্য প্রচেষ্টা সত্ত্বেও মৃত্যুর সঙ্গে দীর্ঘ যুদ্ধে পরাজিত হয়ে অবশেষে মৃত্যুকে বরণ করে নেন প্রবল মানসিক শক্তিসম্পন্ন এই নারদ।  

মৃত্যুকালে মা, তিন ভাই, এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

 

এসকেএইচ//