রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার এলাকায় সাজেদা আক্তারকে (১৮) হত্যা করে পালিয়ে যাওয়া স্বামী টিটু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এক গৃহবধূকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় স্বামী মাছ ব্যবসায়ী টিটু তালুকদারকে মিরপুর থেকে আটক করে পুলিশে দিয়েছে স্বজনরা।
বুধবার (২১ এপ্রিল) ভোরে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায় টিটু মিয়া। পরে স্বজনরা তাকে মিরপুরের পাইকপাড়া থেকে আটক পুলিশে সোপর্দ করে।
এর আগে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ টিটুর দুই ভাই জাকের ও মেকার এবং বোন জামাই মাসুদকে আটক করে।
নিহতের ভাই ফরহাদ জানান, এক বছর আগে টিটুর সঙ্গে সাজেদার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য সাজেদাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত টিটু। আজ ভোরে যৌতুক নিয়ে কথা-কাটাকাটির জেরে সাজেদাকে বালিশচাপা দিয়ে হত্যা করে পালিয়ে যায় টিটু।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কাওছার আহমেদ ভূঁইয়া জানান, ঘটনাস্থল থেকে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।