মামুনুলের বিরুদ্ধে আরো দুই মামলা

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১, ০৯:৩২ পিএম মামুনুলের বিরুদ্ধে আরো দুই মামলা

মোটরসাইকেল পোড়ানোর দায়ে হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে আরো দুটি মামলা হয়েছে।

রোববার বিকেলে পল্টন থানায় মামলা দুটি করেন আবাব আহমেদ রজবী ও মো. রুমান শেখ নামে দুই ব্যক্তি।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে গাড়ি পোড়ানোর দায়ে মামলা দুটি করা হয়েছে।

ওসি জানান, একই মামলায় হেফাজত ইসলামের আরো তিন জন শীর্ষস্থানীয় নেতাকে আসামি করা হয়েছে। তারা হলেন সংঠনটির যুগ্ম মহাসচিব লোকমান হাকিম, জুনায়েদ আল হাবিব ও নাছির উদ্দিন মনির।