করোনার ধাক্কায় বিপর্যস্ত শ্রীলঙ্কার অর্থনীতি। বিশেষ করে দেশটির পর্যটন খাত পড়েছে ধসের মুখে। এ অবস্থায় দেশটির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে শ্রীলঙ্কাকে ২০ কোটি ডলার দেবে সরকার।
শ্রীলঙ্কার অর্থনীতিতে অন্যতম ভূমিকা রাখে দেশটির পর্যটন খাত। ২০১৯ সালে দেশটির মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এই খাতের অবদান ছিল ১২ দশমিক ৬ শতাংশ। কিন্তু এই খাত করোনার আঘাতে লন্ডভন্ড। ফলে টান পড়েছে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
এমন পরিস্থিতিতে এশিয়ার বিভিন্ন দেশ থেকে ডলার ধার করছে শ্রীলঙ্কা। ধার করেছে চীন থেকে। ভারত থেকেও ধার চেয়েছে তারা। এরই অংশ হিসেবে বাংলাদেশ সরকারও দেশটিকে ২০ কোটি ডলার দেওয়ার আশ্বাস দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে এই ডলার দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, রোববার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ রিজার্ভ থেকে এই ডলার দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়। তবে ধার হিসেবে নয়, ডলারের সঙ্গে শ্রীলঙ্কান রুপি অদল-বদল করে তা দেওয়া হবে। এর বিপরীতে সুদও পাবে বাংলাদেশ।
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৪৫ বিলিয়নের কাছাকাছি। এ রিজার্ভ থেকে ২০ কোটি ডলার দেওয়ার সিদ্ধান্ত হয়। বিপরীতে শ্রীলঙ্কা তাদের ২০ কোটি ডলারের সমপরিমাণ রুপি বাংলাদেশকে দেবে। এর বিপরীতে দেড় থেকে ২ শতাংশ সুদ পাবে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম জানান, এ নিয়ে পর্ষদ নীতিগত সিদ্ধান্ত দিয়েছে। আরও অনেক প্রক্রিয়ার পর বিষয়টি চূড়ান্ত হবে।