বাংলাদেশকে ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করলো শ্রীলঙ্কা

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২১, ২০২৩, ০৬:৪১ পিএম বাংলাদেশকে ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করলো শ্রীলঙ্কা

বাংলাদেশের কাছ থেকে নেয়া ঋণের মধ্যে ৫০ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে অর্থনৈতিক দুরবস্থায় নিমজ্জিত দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। 

সোমবার দেশটি ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে। চলতি মাসের ৩০ তারিখে আরও ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করার কথা রয়েছে। 

অর্থনৈতিক দুরবস্থার মধ্যে শ্রীলঙ্কাকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল বাংলাদেশ। গত বছর নেওয়া এ ঋণ পরিশোধের মেয়াদ ছিল গত মে মাস পর্যন্ত।

কিন্তু গুরুতর অর্থনৈতিক ও মানবিক সংকট এবং অস্বাভাবিক মুদ্রাস্ফীতি বৃদ্ধির কারণে ২০২২ সালের এপ্রিলে অর্থনৈতিকভাবে দেউলিয়া ঘোষণা দেয় শ্রীলঙ্কা। 

এই অবস্থায় বাংলাদেশ থেকে নেয়া ২০০ মিলিয়ন ডলারের ঋণ পরিশোধে শ্রীলঙ্কা সময় নেয় বলে বাংলাদেশ সংবাদমাধ্যমে খবর বের হয়। তবে ৩ মাস পরপর শ্রীলঙ্কাকে ঋণের সুদ পরিশোধ করে যেতে হবে। 

তবে এরই মধ্যে ঋণের এক চতুর্থাংশ অর্থাৎ ৫০ মিলিয়ন ডলার পরিশোধের খবর এলো। 

জাগরণ/অর্থনীতি/কেএপি