পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিভিন্ন অনিয়মের তদন্ত এবং শিক্ষকদের হয়রানীর প্রতিকার চেয়ে একক প্রতীকী অনশন কর্মসূচী পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক।
মঙ্গলবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সহকারী অধ্যাপক ড. এম আব্দুল আলীম এ কর্মসূচী পালন করেন।
এ সময় অধ্যাপক ড. এম আব্দুল আলীম অভিযোগ করে জানান, পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী যোগদানের পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে চলেছেন। একটা ভয়ের রাজত্ব প্রতিষ্ঠা করেছেন। তিনি শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তার সঙ্গে যে সকল শিক্ষক ভিন্ন মত পোষণ করেন, তাদের তিনি শোকজ, মামলার হুমকিসহ বিভিন্নভাবে হয়রানী করেন।
বিভিন্ন সময়ে ভিসির ১০১টি অনিয়ম-দুর্নীতির প্রতিকার দাবিতে ড. এম আব্দুল আলীম একক প্রতীকী অনশন করছেন।
এ সময় ভিসি অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যে আর্থিক ক্ষতি করেছেন তার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষকদের হয়রানীর প্রতিকার দাবি করেন তিনি।
এ ব্যাপারে পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হয়নি।