উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তি উপলক্ষে চলছে স্পেশাল অফার

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ০১:৫৮ পিএম উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তি উপলক্ষে চলছে স্পেশাল অফার
ফাইল ছবি।

উচ্চশিক্ষাকে আরও বেশি ত্বরান্বিত করতে এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে এবং মহামারী করোনাভাইরাস এর কথা বিবেচনা করে উত্তরা ইউনিভার্সিটিতে  'ফল ২০২১' ভর্তি উপলক্ষে ৫০% ভর্তি ফি মওকুফে চলছে এই স্পেশাল অফার।

এছাড়াও চার বছরের প্রোগ্রামের মধ্যে - বিবিএ,এলএলবি, সিএসই, ইংরেজি, ইসলামিক স্টাডিজ, বাংলা, ও ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি তে দেয়া হচ্ছে স্পেশাল স্কলার্শিপ। এবং পাশাপাশি সকল বিষয়ের উপরে চলছে মিনিমাম ২০% স্কলার্শিপ।

উত্তরা ইউনিভার্সিটিতে বিগত ১৭ অগাস্ট ২০২১ তারিখ হতে  “স্পেশাল অফারস ফল-২০২১” শুরু হয়েছে যা আগামী ১৭ সেপ্টেম্বর ২০২১ তারিখ পর্যন্ত চলবে।

জাগরণ/এমএইচ