বেসরকারি পর্যায়ে উচ্চশিক্ষার পথপ্রদর্শক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে র্যাংকিংয়ে প্রথম স্থান অর্জনকারী নর্থ সাউথ ইউনিভার্সিটি সর্বশেষ চলতি বছরের জানুয়ারি সংস্করণে প্রকাশিত ওয়েবমেট্রিক্স র্যাংকিং ২০২২-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে র্যাংকিংয়ে প্রথম স্থান এবং বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সম্মিলিত তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছে।
স্পেনের রাজধানী মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স বিশ্বের দুই শতাধিকেরও বেশি দেশের ৩১ হাজার উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এ গবেষণা কার্যক্রম পরিচালনা করেছে। এ র্যাংকিং তৈরিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে ওয়েবমেট্রিক্স।
উল্লেখ্য, নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), কিউএস গ্র্যাজুয়েট এমপ্লয়াবিলিটি র্যাংকিং ২০২২-এ বিশ্বের শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান লাভ করেছে। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র নর্থ সাউথ ইউনিভার্সিটিই এ মাইলফলক অর্জন করেছে।
‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংস-এশিয়া ২০২২’-এ নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গর্বের সঙ্গে তার প্রথম স্থান ধরে রেখেছে এবং এশিয়ার সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২১৫তম স্থান অর্জন করেছে। -বিজ্ঞপ্তি
এসকেএইচ//