মেডিকেলে পাসের হার ৫৫ শতাংশ, এগিয়ে মেয়েরা

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ৫, ২০২২, ০৩:২৩ পিএম মেডিকেলে পাসের হার ৫৫ শতাংশ, এগিয়ে মেয়েরা
ফাইল ফটো

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী পাস করেছেন। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ। পাশের হারে এগিয়ে রয়েছেন মেয়েরা।

মঙ্গলবার দুপুরে ফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান। তিনি বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এবার মেডিকেলে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছে। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর পেয়েছে একজন মেয়ে।

জানা যায়, এবার এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯২ দশমিক ৫ সর্বোচ্চ নম্বর পেয়েছেন সুমাইয়া মোসলেম মীম নামে এক শিক্ষার্থী।

যেভাবে জানা যাবে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল:

(১) অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের ভর্তি ওয়েবসাইট থেকে। https://result.dghs.gov.bd/mbbs ওয়েবসাইট ব্রাউজ করে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাতালিকার পিডিএফ কপি সংগ্রহ করা যাবে।

(২) মেডিকেল ভর্তি ফলাফল প্রকাশের পর ভর্তি আবেদনে দেওয়া মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফল জানিয়ে দেয়া হবে।

 

এসকেএইচ//