প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
বিজ্ঞপ্তিতে জানান হয়, ‘ভিন্ন আঙ্গিকে শিক্ষার্থীদের মূল্যায়ন করে বৃত্তি দেয়া হবে।’ তবে বৃত্তি দেওয়ার ক্ষেত্রে কী কী মানদণ্ড থাকবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
বৃত্তি দেয়ার জন্য শিক্ষার্থীদের মেধা যাচাই করতে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার বাইরে বাছাই করা শিক্ষার্থীদের আলাদাভাবে পরীক্ষা নেয়া হয়। সারা দেশে একযোগে হওয়া ওই পরীক্ষা ‘বৃত্তি পরীক্ষা’ হিসেবে পরিচিত।
২০০৮ সালে সর্বশেষ বৃত্তি পরীক্ষা নেয়া হয়। ২০০৯ সালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) শুরু করে সরকার। ওই পরীক্ষার ফলাফলে ভিত্তিতে সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীদের বৃত্তি দেয়া শুরু হয়। যার ফলে আলাদা বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যায়।
দেশে করোনাভাইরাস মহামারী শুরু হলে ২০২০ ও ২০২১ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা বন্ধ থাকে। ওই সময় বৃত্তিও দেয়া হয়নি। পরে জানানো হয়, নতুন শিক্ষাক্রম চালু হতে যাওয়ায় সমাপনী পরীক্ষা আর নেয়া হবে না।
এক যুগ পর ২০২২ সালে আবারও আলাদা বৃত্তি পরীক্ষা নেয়া হয়।
জাগরণ/শিক্ষা/এসএসকে