আসন্ন রোজার মাসে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার ঘোষণা করা নতুন সূচি অনুযায়ী, রমজান মাসে প্রাইমারি স্কুল খোলা থাকবে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত।
আর এই আদেশ দেশের সব ধরনের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর (ঢাকা মহানগরীসহ) প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আরো বলেছে, স্কুল চলাকালীন যোহরের নামাজের জন্য ১৫ মিনিট বিরতি দিয়ে প্রধান শিক্ষক শ্রেণি কার্যক্রমের রুটিন সাজাতে হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ থেকে বাংলাদেশে রোজা শুরু হতে পারে।
জাগরণ/শিক্ষা/এসএসকে