এইচএসসি’র আরও ৪ পরীক্ষা স্থগিত

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২৫, ২০২৪, ১১:২৬ পিএম এইচএসসি’র আরও ৪ পরীক্ষা স্থগিত
ছবি ● ফাইল ফটো

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে সহিংস কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় ২০২৪ সালের এইচএসসি ও সমমানের আরও চারদিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

এই বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশার চ্যানেল আই অনলাইনকে জানান, সারাদেশের সকল শিক্ষা বোর্ডের আগামী ২৮, ২৯, ৩১ জুলাই ও ১ আগস্টের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে ৪ আগস্ট থেকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাকী পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এই নিয়ে চলতি বছরের মোট ৮ দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাগুলো কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে আবুল বাশার জানান, এই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত এলে জানিয়ে দেওয়া হবে।

এর আগে, কোটা সংস্কার নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় প্রথমে ১৮ জুলাইয়ের, পরে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।

জাগরণ/শিক্ষা/এমএ