৪ আগস্ট খুলছে দেশের প্রাথমিক বিদ্যালয়

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১, ২০২৪, ১২:৫৩ এএম ৪ আগস্ট খুলছে দেশের প্রাথমিক বিদ্যালয়

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এর মধ্যে আগামী রোববার (৪ আগস্ট) থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। তবে ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো আপাতত বন্ধ থাকবে।

বুধবার (৩১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, ১২টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারসমূহে ৪ আগস্ট (রোববার) থেকে শ্রেণি কার্যক্রম শুরু হবে।

এর আগে শনিবার ২৭ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ গণমাধ্যমকে জানিয়েছিলেন, চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার চেষ্টা করা হচ্ছে। বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

জাগরণ/শিক্ষা/এসএসকে