আসন্ন ঢাকা-১৮ আসনের সংসদীয় উপনির্বাচনে ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে হাবিব হাসানের মনোয়নপত্র হস্তান্তর করেছে নির্বাচন কমিশন।
রোববার নির্বাচন কমিশন কার্যালয়ে আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসানের পক্ষ থেকে তার প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রদত্ত মনোনয়ন গ্রহণ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ডের টানা দুইবারের নির্বাচিত কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর আসন্ন ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা-১৮ আসনে নৌকার প্রার্থী হিসেবে মোহাম্মদ হাবিব হাছান এবং সিরাজগঞ্জ-১ আসনে তানভীর শাকিল জয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানায় দলীয় হাইকমান্ড। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলীয় প্রধানের নির্দেশনা অনুসারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্ধারিত দিনে তার সরকারি বাসভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংকালে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ওবায়দুল কাদের ঘোষিত প্রার্থীদের বিজয়ী করতে সব ভেদাভেদ ভুলে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
প্রসঙ্গত, টানা তিনটি জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয় অর্জনের মধ্যদিয়ে গুরুত্বপূর্ণ ঢাকা-১৮ আসনের সাংসদ হিসেবে নিজের নামের প্রতি সুবিচার করেছিলেন বাংলাদেশের সাবেক প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের বর্ষীয়াণ নেত্রী প্রয়াত এডভোকেট সাহারা খাতুন। কিন্তু ক্ষমতাসীন দলের অভিজ্ঞ এই রাজনীতিকের মৃত্যুতে অভিভাভবহীন হয়ে পড়ে আসনটি। যার প্রেক্ষিতে দেশের আরো চারটি সংসদীয় আসনের মত উক্ত শূন্য আসনটিতেও সাংবিধানিক নিয়মানুসারে উপ-নির্বাচন ঘোষিত হয়।
এরই প্রেক্ষিতে আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে, প্রয়াত সাংসদ সাহারা খাতুনের উত্তরসূরি হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীতা লাভের আশায় দলীয় মনোয়নপত্র সংগ্রহ ও জমা দেন মোট ৫৬ জন প্রার্থী। পরে এ আসনে দলের মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে বিবেচিত হন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও অভিজ্ঞ রাজনীতিক আলহাজ্ব হাবিব হাছান।
এসকে