আসন আরেকটি বাড়লো বিএনপির

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৯, ২০১৯, ০৮:১২ পিএম আসন আরেকটি বাড়লো বিএনপির


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আব্দুস সাত্তার ভুঁইয়া। ফলে সংসদে বিএনপির আসন পাঁচটি থেকে বেড়ে দাড়ালো ছয়ে। 

৩০ শে ডিসেম্বর এ আসনের আশুগঞ্জ উপজেলার তিনটি কেন্দ্রে অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।

স্থগিত ৩টি কেন্দ্রের ভোট আজ বুধবার ( ৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হয়। বেসরকারী ফলাফল অনুযায়ী স্থগিত তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পেয়েছেন এক হাজার ২৭৪ ভোট, আর স্বতন্ত্র প্রার্থী মঈনউদ্দিন মঈন পেয়েছেন দুই হাজার ৮৫৫ ভোট। বিএনপি প্রার্থী মোট ভোট পেয়েছেন ৮৩ হাজার ৯৯৭; নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মঈনউদ্দিন মঈন পেয়েছেন ৭৫ হাজার ৪১৯ ভোট।

এসজেড