বিশ্বজুড়ে সাংস্কৃতিক অঙ্গনের ওপর আঘাত হানছে করোনাভাইরাস। কোথাও সিনেমা হল বন্ধ, কোথাও শুটিং বন্ধ, মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে কোনো কোনো চলচ্চিত্রের। এ পরিস্থিতিতে সমাবেশ এবং ভিড় এড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাই করোনা সংক্রমণ রোধে বাতিল করা হয়েছে বর্ষবরণের সব অনুষ্ঠান। তাই মানুষের মাঝে নেই তেমন কোনো উচ্ছ্বাস। কেউ কেউ তো বৈশাখ উদযাপনের আগ্রহ হারিয়ে ফেলেছেন। সেই সব মানুষদের দলে দেশের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী।
পয়লা বৈশাখের দিনে বাসায় থাকবেন বাপ্পী। নেই বৈশাখ উদযাপনের কোনো আগ্রহ। বিপদ কেটে গেলে অনেক নববর্ষ উদযাপন করা যাবে বলে মত তার। বাপ্পী বলেন, “করোনার প্রকোপ দিন দিন বাড়ছে। আপাতত বাসাতেই থাকার পরিকল্পনা করছি। তবে বাকিটা সময় ও পরিস্থিতির ওপর নির্ভর করছে।”
তিনি আরও বলেন, “লকডাউনের আগে বেশ কিছু কাজ করেছি। এখন শুটিংয়ের পরিস্থিতি নেই। প্রতিবছরের মতো এবারও চাওয়া, নতুন বছর ভালো কাটুক। করোনা চলে যাক। মানুষ যেন আপনজন হারানোর মতো পরিস্থিতিতে না পড়েন। প্রকৃতি আমাদের প্রতি সহায় হোক—এটাই কামনা।”
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ছায়ানটের উদ্যোগে রমনার বটমূলে ‘এসো হে বৈশাখ এসো এসো’ গেয়ে শুরু হবে না নববর্ষ উদযাপন৷ চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রাও বের হবে না এবার৷ শহর-গ্রামের নানা প্রান্তে বসবে না বৈশাখী মেলা৷ তবে বাপ্পী মনে করেন, বৈশাখ থাকবে মননে। বৈশাখ থাকবে জীবনে।