কলকাতার পুত্রবধূ হলেও বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন রাফিয়াত রশিদ মিথিলা। কাজের সুবাদেই দেশেই থাকতে হচ্ছে তাকে। তাছাড়া করোনার কারণে সীমান্ত বন্ধ থাকায় চাইলেই স্বামী সৃজিত মুখার্জির কাছে উড়াল দিতে পারছেন না তিনি।
মিথিলা না থাকায় এবার একা একাই জামাইষষ্ঠী কাটিয়েছেন সৃজিত। যদিও মিথিলার অভাব অনুধাবন করতে দেননি সৃজিতের বন্ধু শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। জামাইষষ্ঠীতে ভরপুর খাইয়েছেন তিনি।
সশরীর না হলেও ভার্চুয়ালি সৃজিতের জামাইষষ্ঠী উৎসবে শামিল হন মিথিলা। ভিডিওকলেই জমে ওঠে সৃজিত, মিথিলা ও শুভঙ্করের আড্ডা ও খাওয়া। সৃজিতের কথায়, এক দিনের জন্য শুভঙ্কর ‘মিথিলার বাবা’ হলেন! জামাইষষ্ঠীর দিন নাকি নতুন শ্বশুর খুঁজে পেলেন সৃজিত মুখোপাধ্যায়।
জামাইষষ্ঠীর বিশেষ মেনুতে কী কী ছিল? ছবি বলছে, এদিন কবজি ডুবিয়ে সৃজিত খেয়েছেন—ফ্রায়েড রাইস, ডাল মাখানি, ফিশ ফিঙ্গার, মাংস, চাটনি। আর মিষ্টি মুখের জন্য ছিল ক্ষীর, পাটিসাপটা।
এত খাবার একা খেতে পারলেন সৃজিত? কৌতূহলী ভক্তের মনের প্রশ্নের সোজা জবাব দিলেন পরিচালক। জানান, চেষ্টা থাকলে কী না সম্ভব!