ভারতের খ্যাতনামা অভিনয়শিল্পী শাবানা আজমি অনলাইনে মদ কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুন) এক টুইট বার্তায় এ কথা জানিয়ে তিনি লেখেন, ‘সাবধান! আমি প্রতারিত হয়েছি। মদ কেনার জন্য পুরো পেমেন্ট করেছি। কিন্তু অর্ডার করা আইটেম না পেয়ে বার বার ফোন করেছি। তারা ফোন ধরেনি।
মুম্বইয়ের লিভিং লিক্যুইড নামে এক সংস্থার বিরুদ্ধে শাবানা অভিযোগ তুলেছেন। টুইটে স্পষ্ট ওই অনলাইন মদ ডেলিভারি সংস্থার নাম লেখা।
শাবানা তার টুইটে প্রতারক প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট নম্বরও ও ফোন নম্বরও তুলে দেন।
নেটিজেনরা এ গুণী অভিনেত্রীর টুইট পড়তেই রীতিমতো হতবাক। তারা তাকে শুধু টুইট করে থেমে না থেকে পুলিশের কাছে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করার পরামর্শ দিয়েছেন।
বলিউডের এই বর্ষীয়াণ অভিনেত্রী ২০২০ সালের ১৮ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে অবশ্য শাবানা আজমি দ্রুতই সুস্থ হয়ে উঠেন। এনডিটিভি।
জাগরণ/এমএ