ক্লাবে নিষিদ্ধ হচ্ছেন পরীমণি

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ২৬, ২০২১, ০২:১২ এএম ক্লাবে নিষিদ্ধ হচ্ছেন পরীমণি
চিত্রনায়িকা পরীমণি

একের পর এক বেড়িয়ে আসছে থলের বিড়াল এ যেনো কেঁচো খুড়তে মিললো ফণা তোলা সাপের দেখা।

চলচ্চিত্রের রুপালী উঠোনে নায়িকার তকমাটা যখন সুপার-ডুপার ফ্লপের খাতায় ঠিক তখন যেনো ব্লকবাস্টার হিটের আশায় বাস্তব জীবনটাকেই করে তুললেন চলচ্চিত্রের কাহিনীচিত্র।  

যতই দিন যাচ্ছে নাসির-পরী গল্পের চিত্রনাট্যে ততোই যেনো যোগ হচ্ছে নতুন নতুন সংলাপ। শুরুতে ব্যবসায়ীর বিরুদ্ধে নায়িকার অভিযোগের আঙুল এখন বিপরীতমুখী।  দেখে নেয়া যাক কি ছিলো সে অভিযোগ..আর কিইবা ঘটেছিলো?

ঘটনার এমন ভিন্নচিত্রে খুব শিগগিরই নাকি দেশের সব ক্লাবে নিষিদ্ধ হচ্ছেন পরীমণি।  গণমাধ্যমে এসেছে এমন খবর।  এদিকে ঢাকাই সিনেমার এই নায়িকার কর্মকাণ্ডে বিব্রত শিল্পী-নির্মাতারাও। 

ফেসবুক টুইটার কিংবা ইনাস্টাগ্রাম অথবা ইউটিউব সবখানে এখন যদিও ডানাকাটা পরীর সমাচার।  তবে মোটেও তা ইতিবাচক গল্পে নয়, বরং নেতিবাচক।

জাগরণ/এসএসকে

আরও সংবাদ