ঈদ উৎসবে মেহ্জাবীনের ১৩ নাটক

বিনোদন ডেস্ক প্রকাশিত: জুলাই ১৭, ২০২১, ০৬:৫০ পিএম ঈদ উৎসবে মেহ্জাবীনের ১৩ নাটক
মেহ্জাবীন চৌধুরী । ফাইল ছবি

বিশেষ দিবস কিংবা ঈদকে ঘিরে প্রতিবছরই অভিনয়শিল্পী-নির্মাতাদের ব্যস্ততা থাকে তুঙ্গে। সেই ধারাবাহিকতায় করোনা প্রকোপের মধ্যেও এই উৎসবকে ঘিরে নির্মাণ নির্মাতারা করেছেন বিশেষ নাটক। সর্বোচ্চ সতর্কতা মেনে অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন সেসব নাটকে। গত ঈদে তেমন কোনো নাটকে দেখা যায়নি তারকা অভিনেত্রী মেহ্জাবীন চৌধুরীকে। তবে এবার ঈদে অংশ নিয়েছেন বেশ কিছু কাজে। অন্যান্য তারকার ভিড়ে এই ঈদে ১৩টি নাটক নিয়ে হাজির হচ্ছেন এ সুপারস্টার।

এবার ঈদের কাজগুলো প্রসঙ্গে মেহ্জাবীন চৌধুরী বলেন, ‘ঈদের কাজগুলো নিয়ে সবসময়ই একটু বাড়তি যত্ন থাকে তাই চেষ্টা করি বিশেষভাবে কিছু করার। গত ঈদে আমার নতুন কোনো নাটক ছিলো না তাই এই ঈদে পরিকল্পনা ছিলো ভালো কিছু কাজ করার। কিন্তু লকডাউনের কারণে প্রায় ৮-১০টির মতো কাজ ক্যান্সেল করেছি।

এবারের কাজগুলোর মধ্যে ২/৩টি কাজ গত ঈদে যাওয়ার কথা ছিলো, সেসময় যায়নি বলে এখন প্রচার হবে। আর বাকিগুলো লকডাউনের আগে শেষ করেছি। দর্শকদের চাহিদা অনুযায়ী চেষ্টা করেছি ভিন্ন কিছু কাজ করার। কিছু সিরিয়াস গল্প আছে এখানে, রোমান্টিক, কমেডি এবং কিছু হালকা মেজাজের গল্পের কাজও আছে এবার। আশা করছি দর্শকরা নতুন কিছুই দেখতে পাবেন। কাজগুলো দেখার পর দর্শকদের কেমন লাগলো, সেটা জানার অপেক্ষায় রইলাম।’

ঈদে প্রচার হওয়া মেহ্জাবীনের নাটকের তালিকা...

ঈদের আগের দিন (২০ জুলাই,২০২১)

১। নাটক: শনির দশা

সহশিল্পী: জিয়াউল ফারুক অপূর্ব

পরিচালনা:মহিদুল মহিম
সময়: রাত ৯:৪৫ মিনিটে এবং পরবর্তী দিন সিএমভির ইউটিউব চ্যানেলে।

ঈদের দিন (২১ জুলাই,২০২১)

২। নাটক: প্লাস ফোর পয়েন্ট ফাইভ

সহশিল্পী: আফরান নিশো

পরিচালনা: শিহাব শাহীন
সময়: রাত ৯:২৫ মিনিটে এনটিভির পর্দায় এবং পরবর্তীত দিন এনটিভির ইউটিউব চ্যানেলে।

৩। নাটক: যদি কোনদিন

সহশিল্পী: জিয়াউল ফারুক অপূর্ব

পরিচালনা: মিজানুর রহমান আরিয়ান
সময়: রাত ১১টায় এনটিভি চ্যানেলে এবং পরবর্তী দিন সিএমভির ইউটিউব চ্যানেলে।

ঈদের দ্বিতীয় দিন (২২ জুলাই,২০২১)

৪। নাটক: মিস্টার এন্ড মিসেস চাপাবাজ আনলিমিটেড

সহশিল্পী: জিয়াউল ফারুক অপূর্ব

পরিচালনা: রুবেল হাসান
সময়: দুপুর ২:৩০ মিনিটে চ্যানেল আইতে এবং পরবর্তী দিন সিএমভির ইউটিউব চ্যানেলে।

৫। নাটক: চিরকাল আজ

সহশিল্পী: আফরান নিশো

পরিচালনা: ভিকি জাহেদ
সময়: সন্ধ্যা ৭:৩০ মিনিটে আরটিভির পর্দায় এবং পরবর্তী দিন আরটিভির ইউটিউব চ্যানেলে।

ঈদের ৩য় দিন (২৩ জুলাই,২০২১)

৬। নাটক: ঘটনা সত্য

সহশিল্পী: আফরান নিশো

পরিচালনা: রুবেল হাসান
সময়: দুপুর ২:৩০ মিনিটে চ্যানেল আইতে এবং পরবর্তী দিন সিএমভির ইউটিউব চ্যানেলে।

৭। নাটক: দ্বিতীয় সূচনা

সহশিল্পী: আফরান নিশো

পরিচালনা ভিকি জাহেদ
সময়: সন্ধ্যা ৭:৪০ মিনিটে চ্যানেল আইতে এবং পরবর্তী দিন চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে।

৮। নাটক: আলো

সহশিল্পী: মনোজ প্রামাণিক

পরিচালনা: মাহমুদুর রহমান হিমি
সময়: রাত ৮:৩০ মিনিটে আরটিভির পর্দায় এবং পরবর্তীতে আরটিভির ইউটিউব চ্যানেলে।

ঈদের ৪র্থ দিন (২৪ জুলাই,২০২১)

৯। নাটক: পুনর্জন্ম

সহশিল্পী: আফরান নিশো

পরিচালনা: ভিকি জাহেদ
সময়: বিকাল ৪:৩০ মিনিটে চ্যানেল আইতে এবং পরবর্তী দিন চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে।

১০। নাটক: ভাগ্যক্রমে

সহশিল্পী: জিয়াউল ফারুক অপূর্ব

পরিচালনা: মিজানুর রহমান আরিয়ান
সময়: সন্ধ্যা ৭:৪৫ মিনিটে চ্যানেল আইতে এবং পরবর্তী দিন চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে।

১১। নাটক: শুষ্কং কাষ্ঠং

সহশিল্পী: আফরান নিশো

পরিচালনা: শিহাব শাহীন
সময়: রাত ৭:৪৫ মিনিটে বাংলাভিশন এর পর্দায় এবং পরবর্তী দিন ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে।

ঈদের ৬ষ্ঠ দিন (২৬ জুলাই,২০২১)

১২। নাটক: চুমকি চলেছে

সহশিল্পী: খায়রুল বাসার

পরিচালনা: মহিদুল মহিম

সময়: বিকাল ৪:৩০ মিনিটে চ্যানেল আইতে এবং পরবর্তী দিন সিএমভির ইউটিউব চ্যানেলে।
এছাড়াও সোহেল আরমান পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া একটি নাটক প্রচারিত হবে। এখানে মেহ্জাবীনের সহশিল্পী জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের প্রচার সময় চূড়ান্ত হয়নি।

জাগরণ/এমএইচ

আরও সংবাদ