‘ঘরের কথা পরে কেন জানবে’: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২, ০৪:৫৬ পিএম ‘ঘরের কথা পরে কেন জানবে’: অপু বিশ্বাস

বহুল আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন চলছে আজ। সকাল সোয়া ৯টা থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ। এক এক করে তারকারা আসছেন এফডিসিতে, আনন্দঘন পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

দুপুর ১টার দিকে এফডিসিতে আসেন ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস। তার মুখেও লেপ্টে ছিল উচ্ছ্বল হাসি। তাকে দেখেই হাসিমুখে বরণ করে নেন চিত্রনায়ক ফেরদৌস। তিনি কাঞ্চন-নিপুণ প্যানেলের সক্রিয় সমর্থক। অপু বিশ্বাসের কাছে, ভোট নয়, ভালোবাসা চেয়েছেন এ নায়ক।

এদিকে ভোট দেয়ার পর সাংবাদিকদের কাছে অপু বিশ্বাস বলেন, ‘আজ এফডিসিতে প্রবেশ করে খুব শান্তি পেয়েছি। শুধু শিল্পী আর সাংবাদিক ভাইবোনেরা আছেন। শান্তিপূর্ণ নির্বাচন। আরামে ভোট দিয়েছি। এটা কোনো কাটাকাটি বা মারামারির নির্বাচন নয়। আমার মনে হলো মিলনমেলায় এসেছি।’

এবারের নির্বাচন ঘিরে নানা বিতর্ক, কাদা ছোঁড়াছুড়ি হচ্ছে। এ বিষয়ে অপু বলেন, ‘ভোট নিয়ে কাদা ছোঁড়াছুড়ি কাম্য নয়। কারণ এটা আমাদের পরিবার। পরিবারের কথা বাইরের লোকের সামনে আসুক, এটা চাই না। ঘরের কথা পরে কেন জানবে।’

এই নির্বাচনে ভোটারের সংখ্যা ৪২৮ জন। ভোটের লড়াইয়ে সামিল হয়েছে দুটি প্যানেল। একটিতে আছেন ইলিয়াস কাঞ্চন ও নায়িকা নিপুণ। অন্যটিতে আছেন গত দুই মেয়াদের সভাপতি-সাধারণ সম্পাদক মিশা সওদাগর ও জায়েদ খান।

ইউএম