শিল্পী সমিতির পদে থেকেই প্রযোজক সমিতির নির্বাচন করব : ডিপজল

বিনোদন ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২০, ২০২২, ০৪:৫১ পিএম শিল্পী সমিতির পদে থেকেই প্রযোজক সমিতির নির্বাচন করব : ডিপজল

বাংলাদেশ প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচনে প্রার্থী হচ্ছেন মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল। এ নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে অনেকে বলছেন, ডিপজলকে শিল্পী সমিতি থেকে পদত্যাগ করে নির্বাচন করতে হবে। তা না হলে তিনি নির্বাচন করতে পারবেন না। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

শারীরিক চেকআপ করাতে বর্তমানে সিঙ্গাপুরে আছেন ডিপজল। সেখান থেকে তিনি জানান, ‘এখানে তথ্যগত বিভ্রাট রয়েছে। এটি হয়তো অনেকে জানে না বলে বিভ্রান্তি ছড়াচ্ছে। মূল বিষয় হচ্ছে, শিল্পী সমিতিতে নির্বাচিত নেতৃবৃন্দের কেউ যদি অন্য সংগঠনে নির্বাচন করতে চায়, তাহলে সে করতে পারবে। তবে অন্য সংগঠনের নির্বাচিত নেতৃবৃন্দ শিল্পী সমিতিতে নির্বাচন করতে পারবে না। এটাই হচ্ছে শিল্পী সমিতির গঠনতন্ত্রের বিধান। এ বিষয়টিকে অনেকে ভুলভাবে উপস্থাপন করছে। না জেনে এভাবে তথ্য বিভ্রাট করা উচিত নয়।’

ডিপজল বলেন, ‘আমি শিল্পী সমিতির সিনিয়র সভাপতি। এ পদে থেকেই প্রযোজক ও পরিবেশক সমিতিতে নির্বাচন করব। এতে সাংগঠনিক কোনো বাধা নাই।’

তার ভাষ্য, গণমাধ্যমের বরাত দিয়ে যে সংবাদ পরিবেশিত হয়েছে, তা ঠিক নয়। আমি এ ধরনের কোনো বক্তব্য কারো কাছে দেইনি।

এদিকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ‘মিয়া ভাই’ খ্যাত চিত্রনায়ক ফারুকের সঙ্গে কথা বলেছেন ডিপজল। তিনি জানান, ‘ফারুক ভাই এখন আগের চেয়ে অনেক ভালো আছেন। খুব শিগগিরই দেশে ফিরবেন।’ ডিপজলও চেকআপ শেষে ঈদের আগেই দেশে ফিরবেন।

ইউএম