দুই বাংলার দর্শকদের মন জয় করার পর এবার বলিউডে পা রাখলেন জয়া আহসান।
শুক্রবার ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পেয়েছে ‘কড়ক সিং’ নামের সিনেমাটি।
সিনেমাটির কাহিনী গড়ে উঠেছে অ্যামনেশিয়ায় আক্রান্ত শ্রীবাস্তবকে নিয়ে। তিনি নিজের পরিচয় জানেন না। হাসপাতালে পরিচয় সংকটে ভোগা শ্রীবাস্তবের মেয়ে ও প্রেমিকার পরিচয়ে আসেন দুজন নারী। এরপর সেখানে আসেন অফিসের বস। তারা সবাই তাকে অতীত নিয়ে প্রশ্ন করতে থাকেন। কিন্তু কাউকেও চিনতে পারেন না শ্রীবাস্তব। এভাবেই এগিয়ে চলে সিনেমার পুরো গল্প।
‘কড়ক সিং’ পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায়। এই সিনেমায় জয়া ছাড়াও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, পার্বতী, সঞ্জনা সাংঘি প্রমুখ।
সিনেমা মুক্তির আগে মুক্তি পেয়েছিলো কড়ক সিংয়ের ট্রেইলার। ট্রেইলারে প্রথমে ফ্যামিলি ড্রামা মনে হলেও এটি রূপ নেয় থ্রিলারে। যা সিনেমাটি দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।
জাগরণ/বিদেশিবিনোদন/বলিউড/এমএ