৮১তম গোল্ডেন গ্লোবের আসর বসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে। গোল্ডেন গ্লোব-এর মঞ্চে এ বছর বাজিমাত করল ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার।’
এবার মনোনয়নে যেমন নেতৃত্ব দিয়েছে ওপেনহাইমার, তেমনি পুরস্কারের মঞ্চেও জয়জয়কার সিনেমাটির। সবমিলিয়ে মোট ৫টি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতেছে ২০২৩ সালে সাড়া ফেলে দেওয়া এই সিনেমা।
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮১তম আসরের বিজয়ী তালিকা ঘোষণা হয়েছে রোববার। ৮১ তম আসরে বেস্ট মোশন পিকচার-ড্রামা জিতেছে সিনেমাটি। পাশাপাশি এ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরষ্কার পেয়েছেন ক্রিস্টোফার নোলান, সেরা অভিনেতা হয়েছেন কিলিয়ান মারফি এবং বেস্ট সাপোর্টিং অ্যাক্টর জিতেছেন রবার্ট ডাউনি জুনিয়র।
এবার সর্বোচ্চ আটটি করে মনোনয়ন পেয়েছে চলতি বছরের আলোচিত দুই সিনেমা 'বার্বি' ও 'ওপেনহেইমার'। তবে ‘বার্বি’ একটি মাত্র ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। সেটি হলো সেরা মৌলিক গান (মোশন পিকচার)। ‘হোয়াট ওয়াজ আই মেড ফর’ গানটির জন্য পুরস্কার জিতেছেন বিলি এইলিশ ও ফিনিয়াস।
সেরা চলচ্চিত্র মিউজিক্যাল কমেডি শাখায় পুরস্কার জিতেছে পুয়োর থিংস। একই সিনেমার জন্য মিউজিক্যাল কমেডি শাখায় সেরা অভিনেত্রীর গোল্ডেন গ্লোব পেয়েছেন এমা স্টোন।
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্রের পুরস্কার জিতেছে দ্য বয় অ্যান্ড দ্য হেরন।
সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র ক্যাটাগরিতে গোল্ডেন গ্লোব জিতেছে ফরাসি সিনেমা অ্যানাটমি অব অ্যা ফল।
টেলিভিশন বিভাগ
সেরা স্ট্যান্ড-আপ কমেডিয়ান
রিকি জার্ভেজ (রিকি জার্ভেজ: আরমাগেডন)
সেরা টিভি সিরিজ (ড্রামা)
সাকসেশন (এইচবিও)
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ)
কিয়েরান কালকিন (সাকসেশন)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ)
সারাহ স্নুক (সাকসেশন)
সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি)
দ্য বিয়ার (এফএক্স/হুলু)
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)
আয়ো এডেবিরি (দ্য বিয়ার)
সেরা লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি
বিফ (নেটফ্লিক্স)
সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি)
স্টিভেন ইয়ুন (বিফ)
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি)
আলি উং (বিফ)
সেরা পার্শ্ব-অভিনেতা
ম্যাথিউ ম্যাকফ্যাডিয়েন (সাকসেশন)
সেরা পার্শ্ব-অভিনেত্রী
এলিজাবেথ ডেবিকি (দ্য ক্রাউন)
জাগরণ/বিদেশিবিনোদন/এসএসকে