মোশাররফ করিমের ভারতীয় ছবি ‘হুব্বা’ পাইরেসির কবলে পড়েছে।
ফেসবুক ও ইউটিউবের বিভিন্ন চ্যানেলে এটি দেখা যাচ্ছে।
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে গত শুক্রবার (১৯ জানুয়ারি) মুক্তি পায় ছবিটি।
প্রথম দুই দিন হাউসফুল কাটলেও এর মধ্যেই ছড়িয়ে পড়ে সিনেমাটির কপি। বিষয়টি নিয়ে ছবির বাংলাদেশি আমদানিকারক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের ভাষ্য, ‘বাংলাদেশ ও ভারতে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। এরই মধ্যেই বেশ কিছু সাইট থেকে এটি নামানো হয়েছে। খুব দ্রুত সব জায়গা থেকে পাইরেটেড কপি নামানো হবে।’
পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে হুব্বা। ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে পরিচিত ছিলেন এই হুব্বা। খুন, মারামারি, মাদক চোরাচালানসহ নানা অপরাধে তার দাপট ছিল। সিনেমাটিতে নাম ভূমিকায় রয়েছেন মোশাররফ করিম। পরিচালনা করেছেন ব্রাত্য বসু। প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশনস। ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় পরিচালক ও অভিনয়শিল্পীরা।
‘হুব্বা’ ছবিতে মোশাররফ ছাড়াও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।
জাগরণ/বিদেশিবিনোদন/ভারতীয়ছবি/এসএসকে