ইতিহাস গড়লেন সুইফট

বিনোদন ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৪, ১১:৩৭ পিএম ইতিহাস গড়লেন সুইফট
ছবি ● টেইলর সুইফট

জনপ্রিয় সংগীতশিল্পী টেইলর সুইফট চতুর্থবারের মতো ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন ৬৬তম গ্র্যামি আসরে, আর এর মাধ্যমে ইতিহাস গড়লেন তিনি।

এবারের আসরে ‘মিডনাইটস’ অ্যালবামের জন্য গ্র্যামি নিজের করে নিয়েছেন ৩৪ বছর বয়সী এই গায়িকা।

তিনিই বিশ্বের প্রথম সংগীতশিল্পী, যিনি চারবার ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জিতেছেন।

অনুষ্ঠানে আরেক জনপ্রিয় শিল্পী সেলিন ডিওনের কাছ থেকে পুরস্কারটি নেন সুইফট।

ডিওন অসুস্থ থাকা সত্ত্বেও টেইলরকে এই পুরস্কারটি দেওয়ার জন্য গ্র্যামিতে অপ্রত্যাশিতভাবে উপস্থিত হয়েছিলেন।

‘মিডনাইটস’ অ্যালবামের জন্য সুইফট ‘বেস্ট পপ ভোকাল অ্যালবাম’ ও জিতেছেন।

teylor1

পুরস্কার নেয়ার সময় তিনি জানান, আগামী ১৯ এপ্রিল তার নতুন অ্যালবাম ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ রিলিজ হবে।

এবারের গ্র্যামি অনুষ্ঠানে নারীদের আধিপত্য বেশি দেখা যায়। অনুষ্ঠানের শীর্ষ পুরস্কারগুলির মধ্যে মাইলি সাইরাসের ‘ফ্লাওয়ার্স’ 'রেকর্ড অব দ্য ইয়ার' এবং বিলি আইলিশের ‘হোয়াট ওয়াজ আই মেড ফর?’ ‘সং অব দ্য ইয়ার’ জিতেছে।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে সম্মানজনক সঙ্গীত পুরস্কার হচ্ছে গ্র্যামি, যা ১৯৫৮ সাল থেকে দেয়া হচ্ছে।

জাগরণ/বিদেশিবিনোদন/এমএ