কোভিড-১৯ মোকাবেলায় প্রস্তুত কুয়েত মৈত্রী হাসপাতাল

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ৫, ২০২০, ০৪:৩৭ পিএম কোভিড-১৯ মোকাবেলায় প্রস্তুত কুয়েত মৈত্রী হাসপাতাল
কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল ● ফাইল ছবি

কোভিড-১৯ চিকিৎসায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালকে বিশেষভাবে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

দেশের সব সরকারি হাসপাতালে আলাদা ইউনিট খোলা হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে মহাখালীতে ব্রিফিংয়ে তিনি জানান, বিশ্বে ৯৩ হাজার ৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত এবং নতুন করে আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৩ জন।

সিঙ্গাপুরে আক্রান্ত বাংলাদেশীদের অবস্থা অপরিবর্তিত বলে জানান তিনি।

চীনের পরিস্থিতি প্রতিনিয়ত উন্নত হচ্ছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

বাংলাদেশে ১০৪ জনকে করোনা সংক্রান্ত ১০৫টি পরীক্ষা হয়েছে। তবে তাদের কারও নমুনায় ভাইরাস শনাক্ত হয়নি বলে জানান তিনি।

এসএমএম