কোভিড-১৯ ঠেকাতে বিশ্ব যখন লড়াই চালিয়ে যাচ্ছে তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, সারা পৃথিবীতে আরও প্রায় ৬০ লাখ নার্স দরকার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস এডহানম গ্রেব্রিয়াসিস এক বিবৃতিতে বলেন, যে কোনও স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড হলো নার্স। আজ কোভিড-১৯ মোকাবেলার লড়াইয়ে অধিকাংশ নার্স রয়েছে সামনের কাতারে।
তিনি বলেন, বিশ্বকে সুস্বাস্থ্যময় রাখতে নার্সদের প্রয়োজনীয় সহায়তা দেয়া খুবই গুরত্বপূর্ণ।
নার্সিং নাউ, ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস (আইসিএন) এবং জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার সমন্বয়ে দেয়া এক রিপোর্টে নার্সদের ভূমিকার ওপর গুরত্বারোপ করা হয়।
রিপোর্টে বলা হয়, বিশ্বে দুই কোটি ৮০ লাখেরও কম নার্স রয়েছে।
২০১৮ সাল পর্যন্ত গত পাঁচ বছরে নার্সের সংখ্যা বেড়েছে কেবল ৪৭ লাখ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বজুড়ে নার্স সঙ্কট এখনও ৫৯ লাখ। এ সঙ্কট আফ্রিকার দরিদ্র দেশগুলো, দক্ষিণপূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আমেরিকায় বেশি।
রিপোর্টে এ সঙ্কট চিহ্নিত করে নার্সিং খাতে বিনিয়োগ আরও বাড়াতে বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান হয়েছে।
রিপোর্টে কো-চেয়ারের দায়িত্ব পালন করা ম্যারি ওয়াটকিনস স্বাস্থ্যকর্মীদের ভাইরাস পরীক্ষায় জরুরি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, বিশ্বের ৮০ শতাংশ নার্স বর্তমানে পৃথিবীর ৫০ শতাংশ লোকের সেবা দিচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, নার্সিং সেবায় এখনও নারীরাই বেশি জড়িত। এখানে আরও পুরুষ নিয়োগেরও আহ্বান জানান হয়।
এসএমএম