বিএসএমএমইউ এর অধ্যাপকের পর মেয়েও করোনায় আক্রান্ত

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১০, ২০২০, ০৫:৫৯ পিএম বিএসএমএমইউ এর অধ্যাপকের পর মেয়েও করোনায় আক্রান্ত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

কোভিড-১৯ এ আক্রান্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপকের মেয়েও করোনা শনাক্ত হয়েছে। অধ্যাপকের শরীরে পজিটিভ আসায় তার স্ত্রী ও মেয়ের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। এতে কোভিড-১৯ পজিটিভ এসেছে মেয়ের।

করোনায় আক্রান্ত অধ্যাপকের সংস্পর্শে আসা সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়া ও পরিচালক মাহবুবুল হক ওই অধ্যাপকের করোনাভাইরাস পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেন।

পরিচালক মাহবুবুল হক বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে টেস্ট করে আমরা জানতে পেরেছি, তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত। আমরা উনার টেস্ট করিয়েছি।

উপচার্য কণক কান্তি বড়ুয়া জানান, ওই অধ্যাপকের করোনা শনাক্তের পর তার বিভাগে জীবাণুনাশক ছিটানো হয়েছে।

করোনা পজিটিভ ওই অধ্যাপক সাংবাদিকদের বলেন, এখন বাসায় আছি। আপনারা দোয়া করবেন।

এসএমএম

আরও সংবাদ