নারায়ণগঞ্জ থেকে লোকজন ছড়িয়েছে বিভিন্ন জেলায়

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১১, ২০২০, ০৪:৩৪ পিএম নারায়ণগঞ্জ থেকে লোকজন ছড়িয়েছে বিভিন্ন জেলায়
নারায়ণগঞ্জ থেকে লোকজন ছড়িয়েছে বিভিন্ন জেলায় ● সংগৃহীত

কোভিড-১৯ সংক্রমণের হটস্পট হিসেবে চিহ্নিত নারায়ণগঞ্জ থেকে নানা উপায়ে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে যাচ্ছে মানুষ। এ থেকে বাড়ছে কোভিড বিস্তারের ঝুঁকি।

চাঁদপুর জেলায় প্রথম করোনাভাইরাসের শনাক্ত রোগী নারায়ণগঞ্জ থেকে জেলায় আসে গত ৫ এপ্রিল।

নারায়ণগঞ্জের একটি গার্মেন্টেসে কাজ করতেন ওই ব্যক্তি। উপসর্গ না থাকলেও নারায়ণগঞ্জ থেকে যাওয়ায় নমুনা পরীক্ষা করা হয় তার। বৃহস্পতিবার (৯ এপ্রিল) তার শরীরে করোনা শনাক্ত হওয়ায় লকডাউন করা হয় চাঁদপুর জেলা।

ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে পালিয়ে চাঁদপুরে আসা ৫৯৪ জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

পটুয়াখালীতে নারায়ণগঞ্জ ফেরত এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয় বৃহস্পতিবার দুপুরে। সতর্কতার অংশ হিসেবে লকডাউন করা হয় একটি এলাকা।

টাঙ্গাইল জেলার প্রথম করোনাভাইরাসে শনাক্ত রোগীও নারায়ণগঞ্জ থেকেই সংক্রমিত হয়ে জেলায় প্রবেশ করে।

নীলফামারী ও নরসিংদীতেও নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ পাওয়া যায়।

নারায়ণগঞ্জের লকডাউন অমান্য করে বরগুনার আমতলীতে আসা ১০৯ জনসহ ১১৪জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ।

এসএমএম

আরও সংবাদ