করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য সারা দেশে সরকারি-বেসরকারি হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে ১১২টি আইসিইউ বেড।
বিশেষজ্ঞরা বলছেন, এত কম সংখ্যক বেডে জরুরি প্রয়োজনে রোগেীরা চিকিৎসা সেবা পাবেন কিনা সেটা নিয়ে আশঙ্কা আছে।
স্বাস্থ্য অধিদফতর বলছে, আইসিইউ বাড়ানোর প্রক্রিয়া চলছে।
সঙ্কটাপন্ন রোগীর জন্য ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)। দেশে সরকারি ৬৫৪টি হাসপাতালে আইসিইউ বেড আছে ৪৩২টি। এর মধ্যে ঢাকা বিভাগে ৩২২ আর অন্য সব বিভাগে ১১০টি।
নিবন্ধিত বেসরকারি ৫ হাজার ৫৫টি হাসপাতালে আইসিইউ বেড ৭৩৭টি। এর মধ্যে ঢাকা বিভাগে ৪৯৪ আর বাকি সব বিভাগে আছে ২৪৩ টি।
এমন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় বিভিন্ন হাসপাতালে আইসিইউ সংরক্ষণ রাখা হয়েছে ১১২টি। এর মধ্যে ঢাকায় ৭৯টি যার মধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৭, কুয়েত মৈত্রী হাসপাতালে ২৫ এবং শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউটে ১৬টি। বেসরকারি পর্যায়ে ঢাকায় রিজেন্ট হাসপাতালে আছে ৬টি আর সাজেদা ফাউন্ডেশনে ৫টি।
ঢাকার বাইরে আইসিইউ সংরক্ষণ রাখা হয়েছে ৩৩টি। এর মধ্যে ময়মনসিংহ বিভাগে ২৬, সিলেট বিভাগে ২ আর খুলনা বিভাগে ৫টি।
কোভিড-১৯ আক্রান্ত হলেই সবাইকে হাসপাতাল বা আইসিইউতে যেতে হবে এমন নয়।
স্বাস্থ্য অধিদফতর বলছে, দেশে আইসিইউর সংখ্যা বাড়ানো উচিত।
আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জানান, শুধু আইসিইউ হলেই হবে না এর সাথে থাকতে হবে অন্যান্য প্রয়োজনীয় সব যন্ত্রপাতি আর লোকবল।
এসএমএম