কোভিড-১৯

এখন সংক্রমণ হচ্ছে কমিউনিটি পর্যায়ে : স্বাস্থ্যমন্ত্রী

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২০, ০৪:১৮ পিএম এখন সংক্রমণ হচ্ছে কমিউনিটি পর্যায়ে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের কোভিড-১৯ সংক্রমণ কমিউনিটি পর্যায় পৌঁছে গেছে। এখন কেউ নিয়ম না মানলে আরও বেশি সংক্রমিত হবে।

সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ কথা স্বীকার করলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

কোভিড-১৯ এর বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউন মানুষ পুরোপুরি মেনে চলছে না। লকডাউন আরও কঠোর করতে হবে। বাইরে বাজারে সামাজিক দূরত্ব না মেনে মানুষ ঘোরাফেরা করছে। আমাদের এই জিনিসটি পরিহার করতে হবে।

তিনি আরও বলেন, আমরা আমাদের হাসপাতালকে প্রস্তুত করছি। তবে আমাদের বুঝতে হবে হাসপাতালে লাখ লাখ লোকের চিকিৎসা কোনও দেশেই দেয়া সম্ভব নয়। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। তাই আমাদের কোভিড-১৯ মোকাবেলার মূল ৩টি অস্ত্র হল ঘরে থাকা, ঘরে থাকা এবং পরীক্ষা করা।

রোববার (১২ এপ্রিল) থেকে সোমবার (১৩ এপ্রিল) দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৫৭০ টি নমুনা পরীক্ষায় ১৮২ জনের শরীরে কোভিড উপস্থিতি পাওয়া গেছে। মারা গেছে আরও ৫ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ৩৯।

এসএমএম

আরও সংবাদ