কোভিড-১৯

ঘরে থাকলে আক্রান্ত হবে না : স্বাস্থ্যমন্ত্রী

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২০, ০৪:২৫ পিএম ঘরে থাকলে আক্রান্ত হবে না : স্বাস্থ্যমন্ত্রী
অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ● আইইডিসিআর এর ওয়েবসাইট

লকডাউন মেনে সবাইকে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

সময় থাকতে মানুষকে কোভিড-১৯ পরীক্ষা করানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, ঘরে থাকুন। ঘর নিরাপদ। ঘরে থাকলে আক্রান্ত হবে না। মনে রাখবেন ‘সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়’।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে মন্ত্রী বলেন, আমরা সারাদেশে এখন প্রায় ২০টি ল্যাব চালু করতে সক্ষম হয়েছি। সেগুলোর মাধ্যমে এখন পরীক্ষা হচ্ছে।

তিনি বলেন, অনেকে পরীক্ষা করাতে চান না। পরীক্ষা থেকে দূরে থাকেন। কিন্তু আপনি নিজে আক্রান্ত হবেন, পরিবারকে আক্রান্ত করবে এমনকি চিকিৎসককে আক্রান্ত করবেন। এই জন্য আপনি নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন, সবাইকে ভালো রাখুন।

সঠিকভাবে লকডাউন মেনে চলার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ঘরে থাকুন সুস্থ থাকুন। আক্রান্ত হবেন না। 

তিনি বারবার করোনা পরীক্ষা করানোর কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়।

নতুন করে একদিনে রেকর্ড ২১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে দেশে শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১২৩১ এ।

এরমধ্যে নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ এ।

এসএমএম

আরও সংবাদ