দেশে কোভিড-১৯ এ আক্রান্ত একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৬০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৩৪১ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৭২ জন।
গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। যা বুধবার (১৫ এপ্রিল) এর তুলনায় ৪ শতাংশ বেশি। সেখান থেকে ২ হাজার ১৯ টি নমুনা পরীক্ষা করে ৫০তম দিনে এসব নতুন রোগী শনাক্ত করা হয়েছে। যা আগের দিনের তুলনায় ১৬ শতাংশ বেশি।
যে ১০ জন মারা গেছে তাদের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইনে ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এদিন নতুন করে কেউ সুস্থ হন নাই। মোট সুস্থ ৪৯ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে আছে ৩৭ জন। বর্তমানে দেশে হোম কোয়ারেন্টাইনে আছে ৩৩ হাজার জন।
সর্বশেষ বুধবার (১৫ এপ্রিল) ২১৯ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয় এবং মারা যায় আরও ৪ জন।
৮ মার্চ (রোববার) দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর মাসের শেষ দিক থেকে দেশে অঘোষিত লকডাউন চলছে। এই সিদ্ধান্তের পরও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছেই। তবে পরিস্থিতি মোকাবেলায় সরকার এরইমধ্যে নানা পদক্ষেপও নিয়েছে।
বিশ্বজুড়ে প্রাণহানি প্রায় ১ লাখ ৩৭ হাজার। আর আক্রান্ত ২০ লাখ ৬২ হাজারেরও বেশি। যুক্তরাষ্ট্রে একদিন পর কমেছে, প্রাণহানি। নতুন করে মারা গেছে ১ হাজার ৫৩৯ জন। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত ১৩৬ বাংলাদেশিসহ প্রাণ হারালেন ২৭ হাজার ৫৮৬ জন।
ইতালিতে ৩ সপ্তাহ পর, সর্বনিম্ন ৫৭৮ জনের মৃত্যুর প্রাণহানি সাড়ে ২১ হাজার। নতুন ১ হাজার ৪৩৮ জনের মৃত্যু নিয়ে ফ্রান্সে প্রাণহানি ১৭ হাজার।
গেল ২৪ ঘণ্টায় স্পেনে মারা গেছে ৫২৩ জন। সবমিলে দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৯ জনে। আর ৯৪ জনের মৃত্যুর পর ইরানে প্রাণহানি ৪ হাজার ৭০০তে দাঁড়িয়েছে।
যুক্তরাজ্যে একদিনে ৬ বাংলাদেশিসহ মারা গেছেন ৭৬১ জন। এ নিয়ে দেশটিতে ১০৭ বাংলাদেশিসহ প্রাণ গেলো ১২ হাজার ৮০০ মানুষের।
ভারতে নতুন করে ৩৮ জনের মৃত্যুর পর, দেশটিতে প্রাণহানি প্রায় ৪০০। মালদ্বীপের মালেতে সামাজিক সংক্রমনের পর রাজধানী ও এর আশপাশের শহরে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধের সিদ্ধান্তে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ।
এসএমএম