কোভিড-১৯ এর মোকাবেলায় বিপুল পরিমাণ চিকিৎসা সামগ্রী নিয়ে বিমানবাহিনীর সি-১৩০জে প্লেন চীনের রাজধানী বেইজিং থেকে দেশে আনা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) টেস্ট কিট, এন-৯৫ মাস্ক, সার্জিক্যাল মাস্ক, ইলেট্রনিক থার্মোমিটার, মেডিকেল সেফটি গ্লাস, প্রটেক্টিভ গ্লাভস, গগলস এবং পিপিইসহ চিকিৎসা সহায়ক সামগ্রী নিয়ে বিমানটি বেইজিং থেকে রওনা দিয়ে দেশে পৌঁছায়।
বিভিন্ন চিকিৎসা সামগ্রী পরিবহনের জন্য সরকারের উদ্যোগে এই প্রথমবারের মতো প্লেন পাঠানো হলো।
রাষ্ট্রদূত মাহবুব উজ জামান জানান, চীনের বিভিন্ন সংস্থা আরও জিনিস দিতে চাচ্ছে, কিন্তু পরিবহন সমস্যার কারণে সেগুলো আনতে যেতে কিছুটা দেরি হচ্ছে। তবে এ ধরনের উদ্যোগের ফলে দ্রুততার সঙ্গে পণ্য আসবে।
এর আগে কোভিড-১৯ এর প্রতিরোধে চীন থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি আনার জন্য বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০জে পরিবহন বিমান বেইজিং পাঠানো হয়।
সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশের ঐতিহ্যবাহী কিছু শুভেচ্ছা সামগ্রী যেমন- হস্ত ও কুটির শিল্প জাতীয় উপহার সামগ্রী বিমানবাহিনীর ওই বিমানের মাধ্যমে চীনে পাঠানো হয়।
এসএমএম