কোভিড-১৯

আক্রান্ত ইব্রাহিম কার্ডিয়াকের চিকিৎসক

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২০, ২০২০, ০৪:১৬ পিএম আক্রান্ত ইব্রাহিম কার্ডিয়াকের চিকিৎসক
ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ভবন ● ফাইল ছবি

রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের একজন চিকিৎসকের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। 

রোববার (১৮ এপ্রিল) রাতে অর্গান ট্রান্সপ্লান্ট ইউনিট সাময়িক লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফলে ১৪ দিনের জন্য বন্ধ হয়ে গেলো এই হাসপাতালের ভাসকুলার ও নিউরো সার্জারি বিভাগ।

ভাসকুলার সার্জারি, নিউরো সার্জারি, অ্যানেস্থেসিয়ার ১৭ জন চিকিৎসক এবং ১০ থেকে ১২ জন সিস্টার কোয়ারেন্টিনে যাচ্ছেন।

আক্রান্ত চিকিৎসক নিউরো সার্জারি বিভাগের হলেও ভাসকুলার বিভাগ ও নিউরো সার্জারি বিভাগের চিকিৎসকরা একই অপারেশন থিয়েটার, একই চেঞ্জরুম ব্যবহার করেন।

ভাসকুলার সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান, নিউরো সার্জারি বিভাগের আক্রান্ত চিকিৎসক গত ১৪ এপ্রিল ২৪ ঘণ্টা ডিউটিতে ছিলেন। ১৫ এপ্রিল তিনি অসুস্থ হয়ে যান। সেদিন ভাসকুলার সার্জারি বিভাগের চিকিৎসকদের সংস্পর্শেও গিয়েছিলেন তিনি। রোববার বিকালে তার রিপোর্ট পাওয়া গেছে, সেখানে পজিটিভ এসেছে। 

এসএমএম

আরও সংবাদ